আজ রবিবার সকালে সমাজসেবা আর্মি ক্যাম্পের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্টটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান ছিল।
চেকপোস্ট পরিচালনার সময় মোটরসাইকেল চলাচলের নিয়ম লঙ্ঘনের কারণে ২০টি মামলা করা হয় এবং মোট ৮৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, প্রয়োজনীয়
কাগজপত্র ও অনুমতি না থাকার কারণে ৪টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।তবে, এই অভিযানে কোনো ব্যক্তিকে আটক করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সেনাবাহিনী ও পুলিশের এই ধরনের যৌথ অভিযান সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করেন।
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫