এ পৃথিবীতে সব চেয়ে সুন্দর মধুর সম্পর্ক হলো পিতা, মাতা ও সন্তানের সম্পর্ক। যে সম্পর্কের জন্য পৃথিবীর অন্য সব কিছুই ত্যাগ করতে পারে পিতা মাতা। কিন্তু সেই সম্পর্ক কতটা তিক্ত হলে একজন পিতা তার প্রিয় সন্তানের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করতে আদালতের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা আদালতে হাজির
হন মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মোঃ মফিজুল ইসলাম ও তাহমিনা বেগম দম্পতি।তাদের সংসার ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে ভালোই চলছিলো। এর মধ্যে দীর্ঘদিন যাবত তাদের ছোট ছেলে নাঈম সরকারকে নিয়ে তারা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছে।
তাদের অভিযোগ ছোট ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা সহ নানা রকম মাদকসেবন করে। এবং প্রতিনিয়ত মা, বাবা সহ পরিবারের সবার সাথে খারাপ আচরন করে। তার এ আচরনে মা বাবা সহ পরিবারের সবাই অতিষ্ঠ।
এ অবস্থায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা কুমিল্লা আদালতে এসে ওকিলের মাধ্যমে হলফনামা করে ছেলে নাঈম সরকারের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে।
এ বিষয়ে মফিজুল ইসলাম বলেন, একজন জন্মদাতা বাবা কতটা নিরুপায় হলে তার আদরের সন্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আপনারা তা বুঝে নেন। আমি মানুষিক ভাবে খুব বিধ্বস্ত, এর বেশি আর কিছু বলতে চাইনা।
নাঈম সরকারের বক্তব্য জানার জন্য তাকে কল দিলে পাওয়া যায়নি।
৪ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫