Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ রাসেল সোহেল:
১৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তাদের লাশ পাওয়া যায়।


নিহতরা হলেন লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ীর মোঃ রুবেলের ছেলে জিহাদ (৭), ও একই গ্রামের হাজী বাড়ীর মোঃ আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গতাকাল সোমবার (২৮

এপ্রিল)  বিকাল থেকে তাদের দুজনকে খোঁজে পাওয়া যায়নি। পরিবার ও আসপাশের লোকজন মিলে সারারাত ধরে অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। আজ ভোরে পাশ্ববর্তী মাছের ঘেড়ে তার মৃত দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাস উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

১৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন