Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় সিসা পোঁড়ানোর দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

শাহ ইমরান:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ এলাকায় সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। 


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

Daily Bangladesh Mirror

data-filename="WhatsApp Image 2024-02-06 at 20.00.03 (1).jpeg" style="width: 991px;">


সিসা পোঁড়ানোর (পুরাতন ব্যাটারী) অপরাধে নিউ হাবিব এন্টারপ্রাইজ, বাবুটিপাড়া, রামপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর,  কুমিল্লা নামক প্রতিষ্ঠান কর্তৃক এস.আর.ও- ৪৫ আইন/২০২১ মোতাবেক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন  লংঘন করায় ২ লক্ষ টাকা ধার্য্য ও আদায় করা হয় এবং সিলগালা করা হয়।


অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা। 


মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। 


এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেছেন মুরাদনগর থানা পুলিশ।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন