Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার দেবিদ্বারে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
# ফাইল ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে নানান আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা চত্বর ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গণ কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারী হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, জাতীয়

সঙ্গীত পরিবেশন, ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল । এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।

এছাড়া প্রথম প্রহরে বঙ্গবন্ধু ম্যুরাল, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ও গণকবরে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন