প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত বলে দাবী করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদা।
বুধবার (পহেলা জানুয়ারী) কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক
সমালোচনা চলছে।
বক্তব্যে কামরুল হুদাকে আরও বলতে শোনা যায়, জামায়াত বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুর আছে আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয়। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বেহেশতের সার্টিফিকেট দাতাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন। তিনি দেশের সাথে প্রতারণা করেন নাই।
এদিকে অনুষ্ঠানে চলাকালে স্থানীয় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহে মসজিদের মাইকে যোহরের সালাতের আযান প্রদানে নিষেধ করা হয় দলটির পক্ষ থেকে। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। মাইকে আজান প্রদানে নিষেধের বিষয়টি স্বীকার করেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমি এমন বক্তব্য এখনো শুনিনি, ভিডিওটি দেখতে হবে।
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫