কুমিল্লা সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরে নতুন করারোপ ছাড়াই ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের প্রায় দ্বিগুণ এই বাজেট। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০ টাকা।
বুধবার সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র আরফানুল হক রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল
এছাড়া বাজেট ঘোষণার পরে গেলো এক বছর সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজের বিষয়ে মুখোমুখি হন মেয়র আরফানুল হক রিফাত। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৪২ লাখ ১৩ হাজার ২৩০ টাকা। উন্নয়ন অনুদান থেকে আয় ধরা হয়েছে ৬৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৩৪২ টাকা।
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫