কুমিল্লার বুড়িচং ইউনিট, ক্যান্টনমেন্ট ইউনিটের সাইক্লিস্টদেরকে সাথে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লার অন্যতম সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান ও মুহাম্মাদ রাশেদুল হাসানের নেতৃত্বে একযোগে শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিমসার বাজার মনিটরিং ও জনসচেতনতা তৈরির জন্য মাইকিং করা হয়।
বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে বিক্রয়যোগ্য প্রতিটি পণ্যের দাম ও রশিদ ঠিকঠাক
সমন্বয়করা জানান, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি বাজারে মূল্য তালিকা নির্ধারণের মাধ্যমে পাইকারি বাজারের সাথে স্থানীয় বাজারগুলোকে সংযুক্ত করা এবং সেই অনুযায়ী তদারকি করা। পণ্যের সঠিক দাম ও রশিদ নিশ্চিত করতে পারলে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব, আমরা বিশ্বাস করি।জনপ্রশাসনের পাশাপাশি ছাত্র-প্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় সকল বাজার তদারকি ও নতুন উদ্যোক্তা বৃদ্ধির মাধ্যমে মানুষ যেন খেয়ে-পড়ে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা কাজ করে যাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, সমন্বয়কদের একটি টিম গত ৩ দিন ধরে শহরের বিভিন্ন স্পটে ন্যায্য মূল্যে শাকসবজি, পেঁয়াজ-রসুন, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ বিক্রি করছে।
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫