Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

কক্সবাজারে প্রায় ১২ হাজার একর বনভূমি উদ্ধার হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
# ফাইল ফটো




পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দ করা কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হচ্ছে।


তিনি জানান, কক্সবাজারের নদী, বনভূমি ও সৈকত দখল ও দূষণমুক্ত করা হবে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে

না। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া সরকারি বা বেসরকারি কোনো প্রকল্প নেওয়া হবে না।


বৃহস্পতিবার কক্সবাজারের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।


রিজওয়ানা হাসান বলেন, "বিধি লঙ্ঘন করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। সৈকত দখল ও দূষণ এখনই নিয়ন্ত্রণ না করলে এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে চলে যাবে। আমরা তা হতে দেব না। সরকার অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি জরুরি কাজ করছে।"


তিনি জানান, ইতোমধ্যে কক্সবাজারের ৭০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তি ১৫০ একর বনভূমিতে অবৈধভাবে বিল্ডিং তৈরি করছিল, সেটিও বন্ধ করা হয়েছে। এছাড়া ফুটবল একাডেমির জন্য বরাদ্দ ২০ একর জমিও ফেরত নেওয়া হচ্ছে।


উপদেষ্টা আরও বলেন, "দায়িত্ব নেওয়ার পর ৫১ একর জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সোনাদিয়া দ্বীপে বেসরকারি বরাদ্দকৃত জমিও বন বিভাগের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।"


এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন বিভাগের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। এছাড়া সরকারের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

৩ দিন আগে রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন