Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

পরাজিত শক্তিকে কেউ রাখেনি, আমরা অতটা অমানবিক হতে পারিনি: স্বরাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিপ্লবের পর পরাজিত শক্তিকে কেউ রাখেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, "আমরা অতটা অমানবিক হতে পারিনি।"


'অপারেশন ডেভিল হান্ট' সম্পর্কিত এক বৈঠক শেষে সিনিয়র সচিব সাংবাদিকদের সাথে আলোচনায় এ কথা বলেন।


ছয় মাস পেরিয়ে গেলেও এখনো মানুষ পুলিশের কাছ থেকে পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছে না—এ বিষয়ে সিনিয়র সচিব বলেন,

"যেসব দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা মনে করি, কিছু লোক ভয়ের কারণে সেদিকে ঝুঁকেছে। কিছু লোক, যারা বিভ্রান্ত ছিল, তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"


তিনি আরও বলেন, "যৌথভাবে সবাই মিলে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। একটি ফোকাসড পদ্ধতিতে কিছু কাজ করা হবে। যেসব জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে আমরা নিষ্ক্রিয় করব। এজন্য আইনানুগ পন্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ। এজন্য সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং দেওয়া হয়েছে এবং কাজ অব্যাহত রয়েছে। আমরা আজও কাজ করেছি এবং এটি চলতে থাকবে।"


সিনিয়র সচিব আরও যোগ করেন, "আগে যে পদ্ধতিতে আইন প্রয়োগ করা হতো, আমরা সেই পথে হাঁটতে পারব না। আমাদের আইনের মূল উদ্দেশ্য ও চেতনা নিয়ে কাজ করতে হবে।"

৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন