Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে আসীন হলেন।


জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) ও নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ

করা হয়েছে, "বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে ২০২৪-এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।"


বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। পরে চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ৫২।


বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পদে দেশের সেনাপ্রধান দায়িত্ব পালন করে আসছেন নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে এসএম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরের পর অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। সেই শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয় বিওএ।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন