ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মিয়ানমার, গাজা, ভারত কিংবা অন্য যেকোনো স্থানে মুসলমানদের দুর্দশা নিয়ে যদি আমরা উদাসীন হয়ে যাই, তবে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করা উচিত নয়। ইসলামের শত্রুরা সবসময় মুসলিম উম্মাহর যৌথ পরিচয় থেকে আমাদের উদাসীন করতে চায়।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন খামেনি। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী
উপলক্ষে এই মন্তব্য করেন। তবে তার এ বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খামেনির মন্তব্যের নিন্দা জানিয়েছে। খবর এনডিটিভির।খামেনির পোস্টের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা ভারতে সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এসব বক্তব্য ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য। যে দেশগুলো সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে, তারা অন্যদের নিয়ে মতামত দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দিক।
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫