Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিল্প-সাহিত্য

কবিতা: দুখিনী বর্ণমালা

আহমেদ হানিফ:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চারপাশে থমথমে বোবাকান্না,
অসহায় আত্মনিবেদনে দুখিনী মায়েরা,
শতছিন্নের বস্ত্রাবরণে একি হাল জননীর-
কৃষ্ণচূড়ার ভূষণে সজ্জিতা ছিল বর্ণমালা।

বাংলার গাঁথুনিতে জোর না আজ,
বিদেশি শব্দের চাষাবাদে শৈল্পিক সাজ,
করুণ! মৃত্যু ঘনিয়ে এলো বুঝি-
অভাগীর ভূষণ ছেঁড়া হলো বারংবার।

পলাতক গুণিজনে করজোড়ে প্রার্থনায়,
বাংলার রূপ কীর্তন শুনেছি,
শহিদ বরকত,সালামের রক্তের দাগে-
এই বাংলার চিরাচরিত

রূপাঙ্কন।

আজ মলিন বদনে কেন মায়ের চেহারা,
উদিত হচ্ছে, করুণ কাহিনি অবলোকন-
দূষিত জনপদে কৃষ্ণচূড়ার রং ধূসর-বিষন্ন,
অভাগী দুখিনী বর্ণমালা।

দেওয়ালিকার বড় অক্ষরে প্রাণহীন কথা,
চাটুকারের সমাজে লজ্জিত অক্ষরগুলো,
প্রতিবাদের মিছিলে সামিল হবে-
আবারো বেজে উঠবে ফেব্রুয়ারির গান।

কত শত কথা জমে আছে,
দুখিনী বর্ণমালার পরিচয়ে অস্বস্তিবোধ,
জরাজীর্ণ দেহটা নিয়েই-
ফেব্রুয়ারির জন্য মরমর বেঁচে থাকা।

চারপাশে থমথমে বোবাকান্না,
অসহায় আত্মনিবেদনে দুখিনী মায়েরা,
আর কতকাল অতিবাহিত হলে তবেই-
কৃষ্ণচূড়ার রাঙা রঙে সাজবে বর্ণমালা।

দুখিনী বর্ণমালার ছিন্ন ভূষণে,
আর কত কেতন উড়াবে?
থাম! বাংলার গাঁথুনি আগে,
পরে হউক বিদেশি শব্দের চাষাবাদ।

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন