Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

জয়া আহসান যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয় দক্ষতা দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছে। শুধু অভিনয়েই নয়, রূপে-গুণেও তিনি সবসময়ই অনন্য। বয়সকে পিছনে ফেলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন তিনি।


জয়া আহসান নিত্য নতুন আধুনিক ফ্যাশনে নিজেকে উপস্থাপন করেন। তার ফিটনেসের দিকেও তিনি বেশ সচেতন। সামাজিক মাধ্যমে তার অসংখ্য অনুসারী নিয়মিত

তার সৌন্দর্য উপভোগ করেন। তাদের জন্য জয়া বিভিন্ন মেকওভার, ফটোসেশন, শর্টস এবং রিলস ভিডিওর মাধ্যমে নিজেকে উপস্থাপন করেন। সম্প্রতি এক মেকওভারে জয়াকে দেখা গেছে, যেখানে তার স্টাইল তার বয়সকে আরও কমিয়ে এনেছে।


একটি ভাইরাল শর্টস ভিডিওতে জয়াকে একটি গোলাপি শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। তার ছিমছাম মেকআপ এবং টিন-এজ হেয়ার স্টাইল মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়েছে। অনুরাগীরা মন্তব্য করেছেন, ‘জয়া আহসানের বয়স দিন দিন যেন কমছে।’


সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। এটি তার প্রথম ওয়েব সিরিজ যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে গত কয়েক বছরে দেশি কাজে তেমন ব্যস্ততা নেই তার। আসছে ঈদেও তার কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন