Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জাতীয়

‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে’

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে মঙ্গলবার, মে ১৩, ২০২৫
# ফাইল ফটো




মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন হবে, এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।


তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। এই মাধ্যমে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সহায়তা প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব

অনুযায়ী, এখন পর্যন্ত ৮২৬ শহিদ এবং প্রায় ১১ হাজার আহত রয়েছেন। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে।


নাহিদ ইসলাম আরও জানান, শহিদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে প্রদান করা হবে। প্রতি শহিদ পরিবারকে ৩০ লাখ এবং আহতদের ৫/৩/২ লাখ টাকা করে দেয়া হবে। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা প্রদান করা হবে, যা আগামী সপ্তাহ থেকে শুরু হবে।


তিনি বলেন, শহিদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে প্রদান করা হবে। আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেয়া হবে। এছাড়া, আগামী অর্থবছরের জুলাই থেকে শহিদ পরিবার ও গুরুতর আহতদের মাসিক ভাতা দেয়া হবে। বর্তমানে ২০০ জন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।


স্বচ্ছতার সাথে শহিদদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়াদের ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করার সুযোগ থাকবে।


তিনি আরও জানান, জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে এবং শহিদ পরিবার ও আহতরা যেকোনো সরকারের সময়েই সুবিধা পাবেন, এমনটি নিশ্চিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীকালে তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।

৭ দিন আগে মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন