Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিডিআরের ৪০ সদস্য জামিন পেলেন

ডেস্ক রিপোর্ট:
৪ ঘন্টা আগে সোমবার, মে ১২, ২০২৫
# ফাইল ফটো




২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক ৪০ জন আসামিকে জামিন দিয়েছেন আদালত। গত ৮ মে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে কেউ

কেউ সাজাপ্রাপ্ত এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্তও রয়েছেন। আদালত আসামিদের নথিপত্র যাচাই করে ৪০ জনকে জামিন দিয়েছেন, বাকিদের আবেদন নামঞ্জুর করেছেন।


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।


হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর রায় দেয় আদালত। এ রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়া ২৭৮ জন খালাস পান।


পরবর্তীতে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। একই রায়ে ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এ পর্যায়ে ২৮৩ জন খালাস পান।


হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষও খালাসপ্রাপ্ত ৮৩ জনের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এসব মামলা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। বিস্ফোরক আইনের পৃথক মামলায় ২০১০ সালে ৮৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল।


অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনরায় তদন্তের দাবি জোরালো হয়েছে। গত ১৯ ডিসেম্বর শহীদ পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ. ল. ম. ফজলুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

৪ ঘন্টা আগে সোমবার, মে ১২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন