সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ নিয়ে এনবিআরের কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায়
তিনি এ কথা জানান। তিনি বলেন, সার্বিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বরং গতবারের তুলনায় আদায় কম হবে না।তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা আলাদাভাবে পরিচালিত হয়। তাই এই বিভাজন থেকে কর্মকর্তাদের কোনো শঙ্কা থাকা উচিত নয়। নতুন অধ্যাদেশটি ভালোভাবে পর্যালোচনা করলেই বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।
আসন্ন বাজেট সম্পর্কে সালেহউদ্দিন আহমেদ বলেন, ঋণ নিয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে না। ব্যাংক থেকে ঋণ নেওয়া বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের পথে যাওয়া হবে না। বাজেটের আকার কেমন হবে, তা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।
এর আগে, সোমবার দিবাগত রাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকেও।
তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন এনবিআরের কর্মীরা। তাদের দাবি, আইএমএফের চাপে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।
নতুন ব্যবস্থায় এনবিআরের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে যাবে, তবে প্রয়োজন অনুযায়ী কিছু কর্মী রাজস্ব নীতি বিভাগে নিয়োগ করা যাবে। এছাড়া, বিলুপ্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মীরাও রাজস্ব নীতি বিভাগে যুক্ত হবেন।
৬ ঘন্টা আগে মঙ্গলবার, মে ১৩, ২০২৫