Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

‘জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ’

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই লড়াই করেছে দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


রুহুল কবির রিজভী বলেন, "জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে পালাতে হতো না। এতো হত্যাকাণ্ড চালানোর

পরও তার কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনা রাষ্ট্রকে নিয়ে খেলেছেন।"


তিনি আরও প্রশ্ন তোলেন, "জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন হবে?" এবং বলেন, "বিরাজনীতিকরণের কারণে গণতন্ত্র আজ ভঙ্গুর হয়ে গেছে।"


এছাড়াও, তিনি গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান।


উল্লেখ্য, বিএনপি নেতা মির্জা আব্বাস সম্প্রতি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত।

৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন