Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

জনগণের জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন দেশের জনগণের জীবনযাত্রা সহজ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার পর শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা

হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সোমবার ছিল দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ে তার প্রথম কার্যদিবস।


বাণিজ্য উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতির ফলে অর্থমূল্য বেড়েছে, তবে ক্রয়ক্ষমতা কমেছে। শ্রমিকদের জীবনমানের মানে কমপ্রোমাইজ এসে গেছে।


কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি কোনো ম্যাজিক আশা করছি না। সম্মিলিতভাবে কাজ করবো। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আমি ইনসাফের সঙ্গে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো।”


তিনি আরও বলেন, “ব্যবসা-বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এবং দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি এবং আমিও আপনাদের সঙ্গে পরিশ্রম করবো।”


এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন