Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশি জেলেরা ছাড়া পেয়েছে

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মিয়ানমার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি জেলেরা। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ছয়টি ট্রলারের সবগুলোই ছেড়ে দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, নিহত জেলের মরদেহসহ মোট ৫৮ জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।


বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের সন্নিকটে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য

করে মিয়ানমারের নৌবাহিনী গুলি চালায়। এতে একজন জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও দুইজন আহত হন।


মিয়ানমারের নৌবাহিনী ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলেকে আটক করে। পরবর্তীতে তাদের মধ্যে ১১ জনকে, যাদের মধ্যে নিহত এবং আহত জেলেরা ছিলেন, ফেরত পাঠানো হয়।


আদনান চৌধুরী জানান, জেলেরা মাছ শিকারে ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো একসময় মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে এবং গুলি চালায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন