জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগে গণহত্যার বিচার হোক। তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কি না।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। তারা ক্ষমতার রাক্ষস।
গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে। এ দেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না।”তিনি আরও বলেন, “যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং এখন শুরু হয়েছে। কর্মীরা তৈরি থাকুন। বাংলাদেশের মানুষ আর বৈষম্য মেনে নেবে না।”
আরও পড়ুন: সাংবাদিকের কার্ড ঝুলিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন দুই নারী, এরপর যা ঘটল
তিনি বলেন, “বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে। বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ইনসাফ ও অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কাজ করতে চাই।”
মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলা আমির আব্দুল জব্বার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা প্রমুখ।
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫