Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জানা গেল স্কুলে ভর্তির আবেদন শুরুর তারিখ, বাছাই হবে যেভাবে

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী শিক্ষাবর্ষ (২০২৫) এর জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।


আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়,

২৩ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় আবেদন গ্রহণের এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর ডিসেম্বর মাসে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে।


মাউশি শূন্য আসনসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলোকে তথ্য দিতে নির্দেশ দিয়েছে। কোনো শ্রেণির জন্য শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানেরা প্রতিষ্ঠান–সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে চিহ্নিত করবেন।


প্রতি বছর বছরের শেষের দিকে পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হয়, এবং ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। প্রথমে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হতো। তবে করোনাভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি চালু করা হয়, যা এখনও অব্যাহত রয়েছে।


এবার কোটা নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত ছিল। নতুন নিয়ম অনুযায়ী, কেবল মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যই ৫ শতাংশ কোটা থাকবে; সন্তান পাওয়া না গেলে মেধাতালিকা থেকে শূন্য আসনে ভর্তি করা হবে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন