দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি।
যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এসময় কারা ফটকে সাইফুল আলম নীরবকে অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করেন।
এর আগে গত বছরের ৪ মার্চ পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় তেজগাঁও থানায় মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এছাড়াও নীরবের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা হয়েছে।২০১৩ সালে রাজধানী মোহাম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ তার নামে নাশকতার মামলা হয়। এই মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে।
২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫