ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে ময়নামতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী "ইউনিটি'র চড়ুইভাতি ২০২৪"।
১ মার্চ শুক্রবার সারাদিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনীর স্থান নির্ধারিত হয়েছিল ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ স্থান ময়নামতিতে।
ময়নামতি হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে, সারাদিনব্যাপী
বন্ধু বান্ধুবীদের নিয়ে নানা আয়োজনে মেতে ছিলো গ্রুপের বন্ধুরাসহ, ২০০১/০৩ এর নিয়ে গঠিত, কুমিল্লা এবং দেশের অন্যান্য গ্রুপের বন্ধুরাও।অংশগ্রহণকারী বন্ধুদের জন্য কমন গিফট,বন্ধু/বান্ধবীদের নিয়ে খেলাধুলা, উপস্থিত দর্শকদের নিয়ে মজার আয়োজন, দুপুরের খাবার, বিকালের নাস্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র সহ নানা আয়োজনে আনন্দমুখর হয়ে উঠে দিনটি।
কুমিল্লার বিভিন্ন উপজেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে "ইউনিটি'র চড়ুইভাতি ২০২৪" প্রোগ্রামটি প্রানবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলায়, সব বন্ধু বান্ধবীদের ধন্যবাদ জানান, গ্রুপের এডমিন প্যানেল ও আয়োজক কমিটি।
১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫