দক্ষিণ ইউক্রেনের ওরিখিভ শহরে এক ত্রাণকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক এক গভর্নর এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপোরিঝিয়া ওব্লাস্টের গভর্নর ইউরি মালাশকো রাশিয়ান বাহিনীর এ গোলাবর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে
নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ এবং তাদের সবার বয়স ৪০ বছরের কোঠায় বলে জানান তিনি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ দিনের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেকে বেড়েছে।
২ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫