Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

২ মার্কিন কূটনীতিককে বহিষ্কার, পালটা প্রতিশোধ নিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

দুই মার্কিনিকে মস্কো ছাড়ার নির্দেশ দেওয়ার পর এবার রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ রাশিয়ার বহিষ্কারের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার ওই কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। 


ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও অবনতি হলো। খবর ব্লুমবার্গের। 


প্রতিবেদনে

বলা হয়েছে, স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ আছে এমন একজন সাবেক কনস্যুলার কর্মকর্তার সঙ্গে যোগাযোগের কারণে মার্কিন দুই কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, আমাদের কূটনীতিকদের যে ধরনের হয়রানি করছে রাশিয়ান সরকার, তা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ্য করবে না। 


এর পরই নাম প্রকাশ করা হয়নি, এমন দুই রুশ কূটনীতিককে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের কূটনীতিক জেফ্রে সিলিন এবং ডেভিড বার্নস্টেইনকে রাশিয়া ছাড়তে বলা হয়।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন