Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইউক্রেনের এক ভয়ংকর পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নতুন বছরের শুরু থেকে হামলা-পাল্টাহামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। যুদ্ধের জন্য নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে উভয় দেশ। তবে এবার ইউক্রেনের এক ভয়ংকর পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে রাশিয়া।


সোমবার (০৫ ফেব্রুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


রাশিয়ার জর্জিয়া স্টেট নিরাপত্তা পরিষেবা বিভাগ জানিয়েছে,

তারা ইউক্রেনের বিস্ফোরকের একটি চালান জব্দ করেছে। ওই চালানটি তৃতীয় দেশকে ব্যবহার করে রাশিয়ায় ভয়াবহ হামলা চালানোর জন্য পাঠানো হচ্ছিল।


সোমবার এক বিবৃতিতে এজেন্সি জানিয়েছে, জব্দ করা চালানটিতে ১৪ কেজি ওজনের ৬টি অত্যাধুনিক বিস্ফোরক ছিল। এগুলো ইউক্রেনের ওডেশা বন্দর থেকে পাঠানো হয়েছিল।


বিবৃতিতে বলা হয়েছে, এসব বিস্ফোরক জর্জিয়া রাজ্যে একটি মিনিভ্যান থেকে জব্দ করা হয়েছে। এর আগে এগুলো গত ১৯ জানুয়ারি থেকে রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্ক দিয়ে সেখানে প্রবেশ করেছে। এগুলো গাড়িটির ব্যাটারির পাশে লুকানো ছিল।


সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরকের এ চালানটির সঙ্গে জর্জিয়ার সাতজন, ইউক্রেনের তিনজন এবং আর্মেনিয়ার দুজন জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বিস্ফোরক পরিবহনের বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনার সঙ্গে ইউক্রেনের এমপি আন্দ্রে শারাশিদজ সরাসরি জড়িত বলেও দাবি সংস্থাটির। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের সদস্য।


সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, সন্ত্রাস দমন বিভাগের অভিযান ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এবং উদ্ধার করা প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া গেছে, এসব বিস্ফোরক রাশিয়ার ভরোনেজ শহরে পাঠানো হচ্ছিল।


জব্দ হওয়া এসব বিস্ফোরকে মিলিটারি সি-৪ গ্রেড প্লাস্টিক মিলেছে যা উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছিল। এটি কোনো জনবহুল এলাকায় বিস্ফোরিত হলে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেক হতাহতের আশঙ্কা ছিল।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন