Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ: ইইউ

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা কার্যকর হবে কি না, তা নিয়ে বিভক্ত ইউরোপের দেশগুলো। হাঙ্গেরি ইতিমধ্যে নেতানিয়াহুকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়েছে।


এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, আইসিসির রায় এড়ানো সম্ভব নয়। শনিবার (২৩ নভেম্বর) সাইপ্রাস

সফরের সময় তিনি বলেন, “যেসব দেশ রোম চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা আদালতের রায় বাস্তবায়ন করতে বাধ্য। এটি কোনো ঐচ্ছিক সিদ্ধান্ত নয়। ইইউতে যোগদানে আগ্রহী দেশগুলোর জন্যও একই বাধ্যবাধকতা প্রযোজ্য।”


আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার (২২ নভেম্বর) নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আইসিসি।


রোম চুক্তির অধীনে থাকা সব ইউরোপীয় দেশ আইসিসির সদস্য এবং এই চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য। কিন্তু আইসিসির সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আইসিসির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েল এটিকে ইহুদিবিরোধী পদক্ষেপ বলে অভিহিত করেছে।


তবে বোরেল বলেছেন, “ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করা ইহুদিবিদ্বেষ নয়। এটা নেতানিয়াহু বা অন্য যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ইহুদিবিদ্বেষের অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়।”


ইইউর এই শীর্ষ কূটনীতিক আরও উল্লেখ করেন, আইসিসির রায় যথেষ্ট ন্যায্য এবং এটি আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন