Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ইসরায়েল প্রথমবারের মতো স্বীকার করেছে যে, তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য প্রকাশ করেছেন।


গত জুলাই মাসে তেহরানে একটি বাড়িতে লক্ষ্যবস্তু করে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। এই হামলায় হানিয়ার দেহরক্ষীও নিহত হন।


ইসরায়েলের

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ইসরায়েলি বাহিনী হত্যার পরিকল্পনা করছে।


বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা হুতিদের ওপর কঠোর আঘাত হানবো এবং তাদের নেতৃত্বকে হত্যা করবো, যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক একইভাবে আমরা হোদেইদা ও সানায়ও করবো।”


এদিকে হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলার দাবি করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে পরিচালিত হয়েছে। তেল আবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন