চলতি মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার (২১ অক্টোবর) ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'কান ১১'-এ দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এবং সম্ভাব্য যে কোনো ইরানি আক্রমণ প্রতিরোধে
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) আরও শক্তিশালী করা হচ্ছে। তবে ইসরায়েলের সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের তেলক্ষেত্র কিংবা পারমাণবিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।এর আগে ১ অক্টোবর রাতে ইরানি সেনাবাহিনীর এলিট শাখা ইসলামি রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ হামলার দুই দিন পর, ৩ অক্টোবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে সাংবাদিকদের বলেন, যদি ইসরায়েল গাজা ও লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ না করে, তবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
ইরানের হামলার পর থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে নিবিড় আলোচনা করছে। এরই মধ্যে, শনিবার (১৯ অক্টোবর), যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম 'থাড' মোতায়েন করেছে, যা যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্র।
অন্যদিকে, ইরানও সতর্ক করে দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে ইসরায়েলি হামলা হলে তার ভয়াবহ পরিণতি সম্পর্কে ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।
বর্তমানে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪২,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৯৯,৮০০ জন।
২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫