ইরানের দক্ষিণ উপকূলে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী শাখা একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচনের খবর সম্প্রচারিত হয়। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাটি
শত্রুপক্ষের ইলেক্ট্রনিক যুদ্ধব্যবস্থা (ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার) ধ্বংস করতে সক্ষম শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত। ক্ষেপণাস্ত্রগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে স্থাপন করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এগুলো কার্যকর করা যাবে।এছাড়াও, এই ক্ষেপণাস্ত্রগুলো শত শত কিলোমিটার দূর থেকে নিক্ষেপ ও পরিচালনা করা সম্ভব। এই মিসাইল সিস্টেম সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতেও সঠিকভাবে আঘাত হানতে সক্ষম।
আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাটি পরিদর্শন করেছেন। তবে নিরাপত্তার কারণে এই স্থাপনাটির সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫