Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইলন মাস্কের স্টারশিপ দ্বিতীয়বারও ভেঙে পড়ল

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ইলন মাস্কের স্টারশিপ ভেঙে পড়েছে। উৎক্ষেপণের মাত্র ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপরই স্টারশিপে আগুন ধরে যায়। এই বছর এটি দ্বিতীয়বারের মতো ঘটল, যেখানে স্টারশিপ বিস্ফোরণের শিকার হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।


স্টারশিপে আগুন লাগার পর আকাশে আগুনে পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা এবং তার আশেপাশের

এলাকায় কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়।


কেন এই বিস্ফোরণ?


মাত্র দুই মাস আগে একইভাবে আরেকটি স্টারশিপ বিস্ফোরণের শিকার হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের এই ঘটনাটি তাদের দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (ভারতীয় সময় সকাল ছয়টা, বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা) ৪০৩ ফুট উচ্চতার এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।


উৎক্ষেপণের প্রথম পর্যায়ে কোনো সমস্যা দেখা যায়নি। বুস্টারটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে নেমে আসে। মাঝপথে একটি ক্রেন এটি ধরে ফেলে।


কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টারশিপের বাকি অংশ ঘুরতে শুরু করে। একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়। স্পেসএক্সের লাইভ ইভেন্টে তাদের মুখপাত্র ড্যান হুয়েট বলেন, ‘দুর্ভাগ্যবশত একই ঘটনা গতবারও ঘটেছিল। আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে।’


মাস্কের মঙ্গলযাত্রা কি সফল হবে?


ইলন মাস্ক ২০২৫ সালের মধ্যে মহাকাশ অভিযান প্রকল্পে গতি আনার কথা বলেছিলেন। কিন্তু পরপর দুবার এই ব্যর্থতার প্রভাব সেই পরিকল্পনার উপর পড়তে পারে। জানুয়ারিতে রকেট উৎক্ষেপণের আট মিনিটের মাথায় এটি ভেঙে পড়ে। এর ধ্বংসাবশেষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উপর পড়তে দেখা যায়। এর ফলে টার্ক্স ও কাইকোস দ্বীপপুঞ্জের একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।


এই দশকের শেষে ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। স্টারশিপ এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন স্পেসএক্সকে এই ঘটনার তদন্ত করতে বলেছে।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন