Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ইজতেমা ময়দান দখল নিয়ে প্রাণহানির পর সাদপন্থীদের নিয়ে বৈঠকে উপদেষ্টারা

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় হতাহতের পর, মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা।


বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন।


মাওলানা সাদ অনুসারীদের চারজন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও যোগ দেওয়ার কথা রয়েছে।


মঙ্গলবার রাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।


উল্লেখ্য, আগে বিশ্ব ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হলেও, ২০১৯ সাল থেকে তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি তৈরি হওয়ায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের কারণে এটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন