Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইন ও আদালত

হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হলো

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




গ্রেপ্তার হওয়ার পর কারাগারে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ

দেন।


এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।


মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন একটি ফুটওভার ব্রিজের নিচে সাজেদুর রহমান ওমর ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন। পরে বিকেলে অজ্ঞাত আসামিদের ছোড়া গুলিতে তিনি মাথায় আঘাত পান এবং হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ চিকিৎসার পর ২৪ আগস্ট তিনি মারা যান।


এ ঘটনায় গত ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করেন।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন