Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার:
২ দিন আগে সোমবার, মে ১২, ২০২৫
# ফাইল ফটো




"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি"  এ স্লোগানকে সামনে নিয়ে কুমিল্লায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শনিবার (১০ মে) সকালে সদর উপজেলার গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা

সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


আদর্শ সদর উপজেলার শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ কাশেদুল হক ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষীকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।


অনুষ্ঠানে বিজয়ী ছাত্র, ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

২ দিন আগে সোমবার, মে ১২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন