Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

গরুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ৩ টাকা

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো
এ বছর ঢাকায় কোরবানির পশুর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা, যা গত বছর ছিল ৪৭ থেকে ৫২ টাকায়। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৪৫ থেকে ৪৮ টাকা। গত বছর এ দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে গরুর চামড়ার দাম এ বছর ৬ শতাংশ বাড়ানো হয়েছে।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চামড়ার এই দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তবে ছাগল ও বকরির চামড়ার দাম অপরিবর্তিত রয়েছে। এবারও সারা দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, আর বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চামড়া সিন্ডিকেট রুখতে কঠোর সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘খাসি ও বকরির চামড়ার দাম বাড়াতে চাই না। কারণ, এগুলোর সংখ্যা বেশি। খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা আর বকরির দাম ১২ থেকে ১৪ টাকা থাকছে। গত বছরের চেয়ে এবার গরুর চামড়ার দাম ৬ শতাংশ বাড়ানো হয়েছে। অসাধু ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে এবার কাঁচা চামড়ার দর কমানোর চেষ্টা করলে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে।’

বৈঠকে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ফয়জুল ইসলামসহ চামড়া খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন