Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই : গণপূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমার পরিকল্পনা খুব সিম্পল। আমি দক্ষতা, যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। এটাই আমার চ্যালেঞ্জ ও পরিকল্পনা।


মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


আপনার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ অনেক, মন্ত্রী

হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো পরিকল্পনা রয়েছে কি না? প্রশ্নে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। দায়িত্বপালনের সময় যদি আমি কোনো অপরাধমূলক কাজ করি তাহলে অবশ্যই সেটা আপনারা হিসাবে নেবেন। কিন্তু আমি যেন বারবার অপতথ্যের শিকার না হই। একবার নাসিরনগর নিয়ে অপতথ্যের শিকার হয়েছি। একবার হেফাজত নিয়ে অপতথ্যের শিকার হয়েছি। মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছে তাই লেখা হয়েছে। ভুল তথ্য দিয়ে একটা কাজ করা যায়। আপনি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারেন। একটা মানুষের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। এই অপতথ্যের ব্যবসা যারা করে এটা যে তাদের জীবনেও আসতে পারে সেটা অনেকেই উপলব্ধি করেন না। কিন্তু আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং অভিযোগের সত্যতা থাকলে অবশ্যই লিখতে পারেন। 


সরকারি কোয়ার্টার নিয়ে সমস্যা অনেক, আপনি দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা অনুযায়ী কোন কোন জায়গায় আলো ফেলতে চান? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যেখানে যেটা হাত দেওয়া দরকার সেখানেই আমি আমার সাধ্য অনুযায়ী কাজ করব। এটা আমার নিজের জ্ঞান ও আপনাদের পরিবেশিত সংবাদ থেকে সাহায্য নিয়ে করব। 


একটি মসজিদ করতেও রাজউক কর্মকর্তাকে ঘুষ দিতে হয় এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন কি না? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঘুষ দিয়ে যে মসজিদ নির্মাণ হয় সে মসজিদে তো নামাজ পড়া নাজায়েজ হয়ে যাবে। এ মসজিদ ভেঙে ফেলা উচিত। রাজউকে ঘুষ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার নেই। আমার নিজের একটা ফ্ল্যাট আমার কাজিনের সঙ্গে হস্তান্তরের সময়ও আমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি। তবে রাজউকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরাও চাই দুর্নীতিতে জিরো টলারেন্স।


মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুর দিকে আমরা আপনাকে স্পষ্টবাদী হিসেবে পাচ্ছি, আগামীতেও পাব কি না? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমার জীবনে আমি আইন ভেঙে আন্দোলন করেছি। আইন ভেঙে সংগ্রাম করেছি। কারণ সংগ্রাম করতে গেলে, আন্দোলন করতে গেলে সবসময় আইন মেনে করা যায় না। আইয়ুব খানের সময়ে যদি আমি মনে করতাম আইন ভঙ্গ করব না তাহলে আমার পক্ষে আন্দোলন করা সম্ভব হতো না, আজকের বাংলাদেশও হতো না। আমরা আইন ভেঙ্গেই আন্দোলন করেছিলাম।


তিনি বলেন, সরকারি কাজ আইন মেনে চলবে এটাই নিয়ম। আমি আইনগতভাবে বিধি-বিধান মেনে যতটুকু কাজ করা সম্ভব করব।

২১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন