Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

পঞ্চম বারের মতো যশোর জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন সুমন ভক্ত

মনির হোসেন, বেনাপোল:
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




অপরাধ দমন, মাদক উদ্ধার এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ টানা পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত। 


সোমবার (১৫জুলাই) বেলা ১১ টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. মাসুদ আলম বি পি এম (বার) পি পি এম মহোদয় এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।  আইন-শৃঙ্খলা পরিস্থিতি

স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। এসময় যশোরের পুলিশ সুপার সুমন ভক্তর হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান,  “শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল।যশোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমার পোর্ট থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ আমার সহকর্মী অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং অত্র এলাকার মানুষের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা জানাই।


আগামীতে সেবার মান বাড়িয়ে পুলিশ এবং সেবা গ্রহিতার মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যয়ে থানার সকল অফিসার-ফোর্সকে সততা, সাহসিকতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সরকারি কর্তব্য কর্ম পালন করার জন্য অনুরোধও জানান তিনি।

৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন