ফেব্রুয়ারি মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে, ততদিন তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা সম্পর্কে তিনি বলেন, সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, এসব মামলা দায়ের করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশ করেছে। আমরা তাদের ভুল সংশোধনের জন্য অনুরোধ করব।
এছাড়াও, সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে এবং কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
২০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫