ক্ষমতার ময়ূর সিংহাসন আর বিএনপির কপালে জুটবে না। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ না ধুইয়েই আমেরিকান দূতাবাসে ধর্ণা দেয় বিএনপি নেতারা। এতো কিছুর পরও বিএনপি কর্মসূচিতে সাড়া দেয় না সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৩ মে) বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
সেতুমন্ত্রী
অর্থনৈতিক শক্তিতে বলীয়ান হচ্ছে বাংলাদেশ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বনেতাদের নজিরবিহীন সম্মানে অন্তরজ্বালা শুরু হয়েছে বিএনপির।
যতই হাকডাক দিক বিএনপি, বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর প্রবর্তন হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচন রুখতে এলে তাদের দেখে নেবে আওয়ামী লীগ বলেও হুঁশিয়ারি দেন দলটির সাধারণ সম্পাদক।
নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদেরের বলেন, এর মাধ্যমে সেইফ এক্সিট পাবে বিএনপি।
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫