Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

এমপির সামনে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস সরদারকে (৪৫) পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই কমিটির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর- বানারী পাড়া) আসনের এমপি মো. শাহ আলম তালুকদার।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর

আহত ইদ্রিস সরদারকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মো. শাহ আলম তালুকদার। সকাল সাড়ে ৯ টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় তার সাথে ছিলেন দুই সহ সভাপতি হাফিজুর রহমান ও ইদ্রিস সরদার।

এ সময় হাফিজুর এমপির সামনে ইদ্রিস সরদারকে কটূক্তি করে অশালীন ও অসংলগ্ন মন্তব্য করেন। ইদ্রিস তার প্রতিবাদ করলে হাফিজুর সাংসদের সামনে তাকে মারধর শুরু করেন।

ইদ্রিস সরদার বলেন, এমপির সামনে হাফিজুর রহমান আমাকে মারধর করেন । এ সময় তার সাথে থাকা ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার কাজী রিয়াজ, পলাশ তালুকদার ও রুবেল হোসেনসহ ৭/৮ জন সন্ত্রাসী আমাকে পিটিয়ে রক্তাক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গিয়াসউদ্দিন বেপারী বলেন, সংসদ সদস্যের উপস্থিতিতে দলের একজন নেতা হামলার শিকার হওয়া লজ্জাজনক।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাফিজের রহমানকে একাধিকবার কল করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এখনও এ ঘটনায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন