Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

মেঘনার শাখা নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় মেঘনার শাখা নদী পাগলা থেকে স্বপন মিয়া (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বটতলীকান্দি এলাকার বাসিন্দা ও বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের জুরবিলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় একটি খালে

মাছ ধরতে বের হন স্বপন। সকাল হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। পরে পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি জানান। একপর্যায়ে সকালে বাঁশগাড়ি ইউনিয়নের জুরবিলা ঘাট এলাকার নদীর কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মীর মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে স্বপন মেম্বারের লাশ জুরবিলা ঘাটে পাওয়া গেছে। তার মুখ ও মাথায় দুটি আঘাতে চিহ্ন রয়েছে। আঘাত দুটি সম্ভাবত গুলির হতে পারে। শুক্রবার রাতে কে বা কারা হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছেন।

২৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন