Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুকে নাম

আন্তর্জাতিক ডেস্ক:
১৩ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুকে নাম তুলেছেন মালির এক গৃহবধূ। চিকিৎসাশাস্ত্রে বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ননপ্লেট’। তবে এই বিষয়টি বইয়ের পাতাতেই সীমাবদ্ধ ছিল। ২০২১ সালে সবাইকে চমকে দিয়ে এই অসম্ভবকে সম্ভব করলেন। একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিলেন তিনি।

মালির সেই গৃহবধূর নাম হালিমা সিসে। একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে অনন্য নজির গড়েছেন তিনি। মাত্র ২৫ সপ্তাহের গর্ভাবস্থার

পরেই হালিমার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে দীর্ঘদিন ভর্তি রাখার পরে ৩০ সপ্তাহের মাথায় তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
মালির তরুণী হালিমা সিসের ৯ সন্তান

মোট ৩৫ জন চিকিৎসক মিলে হালিমার অস্ত্রোপচার করেন। পাঁচটি কন্যা ও চারটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু অত্যধিক রক্তক্ষরণের ফলে তার প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়েছিল। সদ্যোজাত শিশুদের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে। তারাও বেঁচে থাকবে কিনা, সন্দেহ ছিল চিকিৎসকদের।

জন্মের পর দীর্ঘদিন হাসপাতালের ইন কিউবেটরে রাখা হয়েছিল নয় খুদেকে। মালির বদলে মরক্কোর হাসপাতালেই তাদের চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয় মালির প্রশাসন।

১৯ মাস ধরে গভীর পর্যবেক্ষণে রাখা হয় ৯ খুদেকে। যাবতীয় আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সুস্থভাবেই বেড়ে উঠতে থাকে তারা। তাদের বাবা আবদেলকাদের আরবি জানিয়েছেন, বহাল তবিয়তে বেড়ে উঠছে তারা। দিনে প্রায় একশোর বেশি ন্যাপি পালটাতে হিমশিম খাচ্ছেন সদ্য অভিভাবকরা।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন হালিমা। স্বামী ও ৯ সন্তানকে নিয়ে ঘরে ফিরে বেজায় খুশি তিনি। একসঙ্গে সব সন্তানকে দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন মালির সাধারণ মানুষ।

বিশ্বে প্রথমবার একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন কোনো মহিলা। গিনেস বুকে তার নাম উঠল। আগে সর্বোচ্চ আটজন সন্তানের জন্ম দেওয়ার রেকর্ড ছিল। ২০০৯ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন নাদিয়া সুলেমান নামে এক মার্কিন মহিলা।

এই পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে মালি প্রশাসন। দেশের স্বাস্থ্যমন্ত্রী দিমিনাতোউ সাঙ্গারে বলেছেন, হালিমাকে নিয়ে তিনি গর্বিত। সুস্থভাবে বেড়ে উঠুক এই ৯ সন্তান, এই প্রার্থনা চলছে নেট দুনিয়া জুড়ে।

১৩ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন