Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিনোদন

ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন বলিউডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

১৮ ডিসেম্বর কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ‘ফিফা বিশ্বকাপ-২০২২’-এর ট্রফি উন্মোচন করবেন তিনি। ফিফার ইতিহাসে এই প্রথম কোনো অভিনেত্রী হিসেবে এ কাজ করতে চলছেন দীপিকা। কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। এ ছাড়া জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জানা গেছে, শিগগিরই

কাতার যাবেন এই অভিনেত্রী। সেখানে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক মঞ্চে এর আগে বেশ কয়েকবার ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা। সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও। গতবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরিবোর্ডের সদস্য ছিলেন তিনি। আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সেখানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘প্রজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজেও এখন ব্যস্ত দীপিকা।

১৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন