Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কুমিল্লা সেনাবাহিনীর ২৩ বীর- এর ব্যাপক উদ্যোগ

স্টাফ রিপোর্টার:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ২৩ বীর ব্যাপক উদ্যোগ নিয়েছে।


 ৪৪ ইনফ্যান্ট্রি ব্রিগেডের অধীনস্থ এই ইউনিটটি ৩৩ পদাতিক ডিভিশনের নির্দেশনায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।


এই লক্ষ্যে, সম্প্রতি আলেখারচর এলাকায় ২৩ বীর-এর উদ্যোগে এক যৌথ কনফারেন্স অনুষ্ঠিত হয়।


 এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা,

বাস মালিক সমিতির প্রতিনিধি, থ্রি-হুইলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, স্কাউট প্রতিনিধি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। 



সম্মেলনে মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়। ঈদের সময় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ার কারণ চিহ্নিত করা ও কার্যকর সমাধান বের করাই ছিল এ কনফারেন্সের মূল লক্ষ্য।


কনফারেন্স শেষে একটি যৌথ পর্যবেক্ষণ দল চৌদ্দগ্রাম বাজার ও পদুয়া বাজারের যানজটপ্রবণ এলাকা সরেজমিন পরিদর্শন করে। বিশেষ করে পদুয়া বাজারের ব্যস্ততম সড়ক দিয়ে হেঁটে যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সামরিক-বেসামরিক যৌথ দলটি।


এছাড়াও, ঈদের সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে স্কাউটদের মোতায়েনের পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি, নির্দিষ্ট কিছু যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়, যেখানে বেশ কিছু গাড়ির প্রয়োজনীয় নথিপত্র অনুপস্থিত থাকার বিষয়টি উঠে আসে।



বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ঈদের আগে ও পরে যানজট নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 


২৩ বীর-এর এই উদ্যোগ সাধারণ মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন