Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

ঈদের ছুটি বাড়ল আরোও ১ দিন

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতরের ছুটি নির্বাহী আদেশে এক দিন বাড়ানো হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।’

আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ছিল ঈদের ছুটি। এর আগে ১৯ এপ্রিল

পবিত্র শবে কদরের ছুটি। মাঝে ফাঁকা ছিল ২০ এপ্রিল বৃহস্পতিবার। নির্বাহী আদেশে ওই দিন ছুটি হওয়ায় এখন ১৯ থেকে ২৩ এপ্রিল টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। রোজা ৩০টি হলে ছুটি হবে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয় দিন।

১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন