Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

এবার গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক অংশীদার দেশগুলো পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা বাণিজ্যযুদ্ধকে আরও বাড়িয়ে তুলবে।


এই ঘোষণার প্রভাব এশিয়ার শেয়ারবাজারে সঙ্গে সঙ্গেই দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাজার খোলার পর গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর শেয়ারের

দাম ব্যাপকভাবে পড়ে গেছে।


জাপান সরকার এই সিদ্ধান্তকে "অত্যন্ত দুঃখজনক" বলে অভিহিত করেছে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, টোকিও সম্ভাব্য সব ধরনের পাল্টা ব্যবস্থা বিবেচনা করবে।


ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, "আমরা যুক্তরাষ্ট্রে তৈরি নয়—এমন সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছি। এই শুল্ক ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।"


এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই সিদ্ধান্তকে "কানাডার শ্রমিকদের ওপর সরাসরি আক্রমণ" বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কানাডা সরকার এই বিষয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য শীঘ্রই মন্ত্রিসভার বৈঠক করবে।


এর আগে, ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। বিশ্লেষকদের মতে, এই নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কানাডা, কারণ তারা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী।


এছাড়া, সম্প্রতি ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন, শ্যাম্পেনসহ বিভিন্ন অ্যালকোহলজাত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এটি ইউরোপের আমেরিকান হুইস্কির ওপর শুল্ক বৃদ্ধির প্রতিশোধমূলক ব্যবস্থা।



সূত্র: এএফপি


২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন