দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। তারা জানিয়েছে, এই নির্বাচন স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শ অর্জনে ব্যর্থ হয়েছে। অথচ এই আদর্শের ওপর ভিত্তি করেই জন্ম হয়েছিল বাংলাদেশের। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা (জিএসি) এর এক বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে কানাডা জানায়, নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক
বিবৃতিতে বলা হয়, দগ্রহণযোগ্য বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের স্বাধীনতারসহ সুষ্ঠু নির্বাচন একটি সুস্থ ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।‘
নির্বাচনকে ঘিরে সহিংসতা ও উসকানির নিন্দা জানায় জিএসি। এই সহিংসতার শিকারদের প্রতি তারা সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলাদেশি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫