Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ভোটের অধিকার ফিরিয়ে দিন: মঈন খান

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ড. মঈন খান বলেন, “স্বৈরাচার থেকে গণতন্ত্রের

পথে এগিয়ে যেতে হলে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং জনগণের ভোটাধিকার পুনঃস্থাপন করতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নির্বাচন কমিশন গঠনের জন্য তাদের ধন্যবাদ জানান।


তিনি আরও বলেন, “একটি দল জনগণের ওপর অত্যাচার চালিয়ে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় যারা বিদেশে যেতে বাধ্য হয়েছিল, তাদের দেশের মাটিতে ফিরে আসার সুযোগ হয়েছে।”

২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন