অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। তিনি আরও জোর দিয়ে বলেন, বিচার বিভাগকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন যে, ফ্যাসিবাদীদের সমর্থকরা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছে।
শনিবার সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি
এসব মন্তব্য করেন।মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, এটি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বুদ্ধিবৃত্তিক দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে, যা ডায়নামাইটের মতো ধ্বংসাত্মক এবং ক্যানসারের মতো প্রাণঘাতী। তাই বিচার বিভাগের শুদ্ধি অভিযান জরুরি, এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। দুর্নীতি নির্মূল করা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, গত দেড় দশকে গুম-খুনের মাধ্যমে জনগণের ভোট ও মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। এখন বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আইনের শাসনকে অগ্রাধিকার দিতে হবে এবং সব পরিস্থিতিতে এর মূল্য দিতে হবে।
৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫